OrdinaryITPostAd

এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকা সঠিক হিসাব জানুন - ১ মিলিয়ন সমান কত টাকা বাংলাদেশ

এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকার সঠিক হিসাব জানা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ মানুষের জীবনে টাকার যেমন প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনি টাকার হিসাব জানার গুরুত্ব রয়েছে।

যে দেশের নাগরিকই হয়ে থাকি না কেন প্রত্যেকটা দেশের টাকার প্রয়োজনীয়তা রয়েছে আর সেই দেশের টাকার পরিমান কি সেটা না জানলে জীবন চলার পথে বাধাগ্রস্ত হতে হবে। তাই চলুন জেনে নেওয়া যাক এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায়। 

পোস্ট সূচিপত্রঃ এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকা সঠিক হিসাব জানুন 

এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকা

এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায় এই বিষয়টি জানার গুরুত্বপূর্ণ অপরিসীম। অতএব আপনি যদি না জেনে থাকেন যে ১ মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশী টাকায়। তাহলে আজকের এই আর্টিকেল পোস্টটি আপনার জন্য। এই বিষয়টি ছাড়া আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই আর্টিকেল পোষ্টের মধ্যে আলোচনা করা হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেল পোস্টটি পড়ে নিবেন।

তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ১ মিলিয়ন সমান কত টাকা আমরা হয়তো সকলেই হাজার, লক্ষ, কোটি এর হিসাব গুলো জানি। কিন্তু কোন কোন সময় আবার মিলিয়ন আর বিলিয়ন এই হিসাবের প্রয়োজন পড়ে যায়। তো তখন না জেনে থাকলে আপত্তিকর অবস্থায় পড়তে হয়। আর এই বিষয়গুলোই বিস্তারিতভাবে এই আর্টিকেল পোস্টের আলোচনার মধ্যে আলোচনা করা হয়েছে। সকলেই জানেন নিশ্চয়ই-

 এক লক্ষ সমান ১00 হাজার টাকা। 

অপরদিকে, এক মিলিয়ন সমান ১০ লক্ষ টাকা

১০ মিলিয়ন সমান কত টাকা

১ মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকা সঠিক হিসাব জেনেছেন এবার জেনে নিন ১০ মিলিয়ন সমান কত টাকা। বাংলাদেশের হিসাবে গাণিতিক ভাষায় 

আমরা জানি, 

                    ১ মিলিয়ন = ১০ লক্ষ টাকা

   অতএব, ১০ মিলিয়ন = ১০ লক্ষ × ১০ = এক কোটি টাকা 

১০০ মিলিয়ন সমান কত টাকা

অনেকেরই এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশী টাকায় এই বিষয়টি জানার পাশাপাশি আরও একটি বিষয় জানার প্রয়োজন পড়ে ১০০ মিলিয়ন সমান কত টাকা। মিলিয়ন এর হিসাব বের করার একটি সহজ নিয়ম রয়েছে। গাণিতিক ভাষায় যত মিলিয়ন এর হিসাব জানার দরকার ততো মিলিয়ন এর সাথে ১০ লক্ষ গুণ করলে বেরিয়ে আসবে কত মিলিয়ন সমান কত টাকা। অতএব, স্পষ্ট ভাবে ১০০ মিলিয়ন সমান বাংলাদেশী টাকায় কত টাকা নিম্নে উল্লেখ করা হলো- 

                 ১ মিলিয়ন = ১০ লক্ষ 

অতএব, ১০০ মিলিয়ন = ১০ কোটি একই ভাবে আবার ১,০০০ মিলিয়ন সমান ১০০ কোটি হয়। 

১ বিলিয়ন সমান কত টাকা

আশা করছি, এতক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যে দিয়ে মিলিয়নের হিসাব সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই হিসাবগুলো যদি জানা থাকে তাহলে আপনার অনেক উপকারে আসবে। তাহলে এবার জেনে নেওয়া যাক, বাংলাদেশি টাকায় ১ বিলিয়ন সমান কত টাকা। 

১ বিলিয়ন = ১,০০০ মিলিয়ন 

১,০০০ মিলিয়ন = ১০০ কোটি টাকা

অতএব, এটাই স্পষ্ট হয়ে যায় যে,  ১ বিলিয়ন = ১০০ কোটি টাকা 

১০ বিলিয়ন সমান কত টাকা 

এবার জেনে নিন দশ বিলিয়ন সমান কত টাকা। যদি এক বিলিয়ন সমান ১,০০০ মিলিয়ন হয়। তাহলে ১০ বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন এর ১০ গুন বেশি হবে। স্পষ্ট ভাবে ১০ বিলিয়ন সমান এক হাজার কোটি টাকা। গাণিতিকভাবে, স্পষ্ট ধারণা পেতে বলা যায় যে, ১০ বিলিয়ন = ১,০০০ কোটি হয় বাংলাদেশি টাকায়। আশা করছি, বিষয়টি বুঝতে পেরেছেন। 

১০০ বিলিয়ন সমান কত টাকা

বাংলাদেশের নাগরিক হয়ে এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায় এই হিসাবটি যেমন জানা জরুরি। তেমনিভাবে ১০০ বিলিয়ন সমান কত টাকা এটি জানাও আবশ্যক বলে মনে করা হয়। যদি এই বিষয়গুলো জানা থাকে তাহলে কোন দ্বিধা- দ্বন্দ্বের মধ্যে না থেকে দ্রুত সঠিক হিসাব করা যাবে। এজন্যই এবার আলোচনা করব ১০০ বিলিয়ন সমান কত টাকা তাহলে চলুন এবার জেনে নেয়া যাক- 

১০০ বিলিয়ন = ১০,০০০ কোটি টাকা। 

আবার, ১,০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি টাকা।

১ ট্রিলিয়ন সমান কত টাকা 

অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন যে এক ট্রিলিয়ন সমান কত টাকা তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে নেই এক ট্রিলিয়ন সমান বাংলাদেশি টাকায় কত টাকা। গাণিতিক প্রযুক্তিতে 

১,০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন 

অতএব, ১ ট্রিলিয়ন = ১ লক্ষ কোটি টাকা 

আবার, ১০ ট্রিলিয়ন = ১০ লক্ষ কোটি টাকা 

১০০ ট্রিলিয়ন = ১০০ লক্ষ কোটি টাকা 

১,০০০ ট্রিলিয়ন = ১ হাজার লক্ষ কোটি টাকা।  

৫ মিলিয়ন ডলার সমান কত টাকা 

এতক্ষণ পর্যন্ত এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকার সঠিক হিসাব জানা হয়েছে। তার সাথে আরও বেশ কিছু বিষয় জানা হয়েছে। সেগুলো হলো- বিলিয়ন মিলিয়ন এবার জানব এক মিলিয়ন ডলার সমান কত টাকা। একটা কথা না বললে নয় যে, ডলার হিসাব করার জন্য বিনিময় হার প্রযোজ্য। আর বিনিময় হার প্রতিনিয়ত পরিবর্তিত হয়। বর্তমান সময়ে ১ ডলার এর বিনিময় হার কত এই বিষয়টি জানার জন্য আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করতে হবে।

বর্তমান সময়ে এক ডলারের মূল্য ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। তবে এর তারতম্য রয়েছে কখনো বা আবার কম বা বেশি হতে পারে। কখনো আবার বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে বিনিময় হার কিছুটা ভিন্ন হয়ে থাকে। এজন্য বর্তমান সময়ের ডলারের সঠিক হিসাব জানতে হবে।

উদাহরণস্বরূপ ধরুন ১ ডলার = ১০০ টাকা

আমরা জানি, এক মিলিয়ন সমান ১০ লক্ষ

তাহলে ৫ মিলিয়ন ডলার = ১০,০০,০০০ লক্ষ × ৫ মিলিয়ন = ৫০,০০,০০০ লক্ষ ডলার

অতএব, ৫ মিলিয়ন ডলার = ৫০,০০,০০০ লক্ষ ডলার × ১০০ টাকা = ৫০,০০,০০,০০০ কোটি টাকা

আমার শেষ মতামত

এক মিলিয়ন সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায় এর সঠিক হিসাব জানতে হলে আজকের এই আর্টিকেল পোস্টটি সম্পন্ন পড়তে হবে। তাই যদি আপনি এখন পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেল পোস্টটি না পড়ে থাকেন তাহলে এই আর্টিকেল পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিবেন। আমাদের ডিজিটাল মার্কেটিং আইটি এই ওয়েবসাইটটিতে নিয়মিতভাবে আপডেট তথ্যমূলক আর্টিকেল পোস্ট পাবলিশ করা হয়ে থাকে।

তাই এইরকম আরও আপডেট তথ্যমূলক আর্টিকেল পোস্ট পেতে আমাদের ডিজিটাল মার্কেটিং আইটি এই ওয়েবসাইটটি ভিজিট করুন। সবশেষে বলবো, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত এই আর্টিকেল পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই আর্টিকেল পোস্টটি কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল মার্কেটিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্টে রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪